মাহে রমাদানের শুভেচ্ছা ও পবিত্রতা রক্ষার আহবান জানিয়েছেন শেখ শিবলু
- আপডেটঃ ১২:০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / 215
মাহে রমাদানের শুভেচ্ছা ও পবিত্রতা রক্ষায়, তাকওয়া অর্জনের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শেখ শিবলু
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শেখ শিবলু সিদ্ধিরগঞ্জ সহ দেশবাসীর প্রতি মাহে রমাদানের শুভেচ্ছা, সিয়াম সাধনার এই মাসের পবিত্রতা রক্ষায় ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে মোহাম্মদ শেখ শিবলু বলেন, মাহে রমাদান হলো প্রশিক্ষণের মাস। আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাসে যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহন যোগ্য হিসেবে গড়ে তোলাই রমাদানের অন্যতম শিক্ষা। এই মাসের প্রশিক্ষণের মাধ্যমে মুসলিম উম্মাহ বাকি এগারোটি মাস সত্য ও সুন্দরের পক্ষে চলার পাথেয় অর্জন করে। মাহে রমাদান কুরআন নাজিলের মাস। কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই দুনিয়ার শান্তি ও পরকালিন মুক্তি নিশ্চিত সম্ভব।
মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে বন্দর থানা সহ দেশের বিভিন্ন স্থান থেকে অশ্লীল পোষ্টার ও বিলবোর্ড অপসারণ করার আহবান জানান।