নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালী
- আপডেটঃ ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 116
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালী
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ মে বুধবার সকালে মহান মে দিবস উপলক্ষ্যে বিশাল শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দপ্তর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নুরুল আমিন। জেলা সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মোঃ রিদওয়ানুল আজিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি বিভাগের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হাসান রাজু ।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালী
আরো উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার, সাবেক জেলা সেক্রেটারি আমিন আহমেদ মাস্তান সহ জেলার সকল থানার দায়িত্বশীল বৃন্দ। প্রধান অতিথি শ্রমিকদের যাবতীয় ন্যায্য অধিকার তথা সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ প্রদান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হ্রাস, অহেতুক শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকের বেতন নুন্যতম ২৫ হাজার টাকা, নারীশ্রমিকদের মাতৃত্বকালিন ছুটি ও তাদের আলাদা কর্মক্ষেত্র এবং শ্রমিকদের দ্বারা উৎপাদিত লভ্যাংশ প্রদানের জোর দাবি জানান।
উক্ত র্যালীটি তারাবো বিশ্বরোড হয়ে কাঁচপুর এসে সমাপ্ত হয়।