নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে মহান মে দিবসের র্যালী ও আলোচনা সভা
- আপডেটঃ ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 96
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে মহান মে দিবসের র্যালী ও আলোচনা সভা
বাংলাদেশ শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ১ মে দিবস বুধবার সকালে শহরের গুলশান সিনেমা হলের সামনে থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মণ্ডল পাড়া ব্রিজে এসে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের মাধ্যমে র্যালী টি শেষ হয়।
এসময় কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, সহ সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সহ সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, নির্বাহী সদস্য এরশাদ খান, খোরশেদ আলম রবিন, সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য আব্দুল মোমিন বলেন আজকে এখনো শ্রমিকদের বেতনের জন্য আন্দোলন করতে হয়, বেতনের জন্য জীবন দিতে হয়, এই দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারেনা। সংগ্রামী ভাইদের উদ্যােশে তিনি আরো বলেন আন্দোলন সংগ্রাম ছাড়া কখনোই দাবি আদায় সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
উল্লেখ্য উক্ত র্যালীতে প্রায় পাচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।