মোহনপুরে শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

আলাউদ্দিন মন্ডলঃ রাজশাহী স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি এর মোহনপুর জোনাল অফিস, মোহনপুর জোনাল অফিস অফিসের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার ও শনিবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন তিনটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি, আলু দুই কেজি, ডাল এক কেজি, লবন এক কেজি, সয়াবিন তৈল আধা কেজি।মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ শামীম পারভেজ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমার অফিস থেকে ২৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান