স্টাফ রিপোর্টার -লিটন গাজীঃ
গতকাল রবিবার সকাল ১১ টার সময়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানাধীন ৬০ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর দেওয়ান এর উদ্যোগে ২০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে, চিনি, সেমাই, দুধ ঈদ সামগ্রী বিরত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শেখ জাহিদ, সুমন,আমিনুল ইসলাম সোহেল,রফিকুল ইসলাম জীবন, সেন্টু চৌধুরী, মোঃ রনি, মোঃ দেলোয়ার হোসেন, সামীম রহমান, মহিলা নেত্রী পৃতী খান।
বিতরণ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী থানা ৬০ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর দেওয়ান বলেন, “আমি এই অল্প মানুষের পাশে দাঁড়িয়েছি এতটুকু-ই আমার পক্ষে সম্ভব হয়েছে, আমাদের সমাজের সবাই কে অনুরোধ করবো, এভাবে-ই এগিয়ে আসতে হবে সবার, যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে দাড়ান”।