রসূলবাগের নীল মিয়া মাদবরের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত

নাসিক-১০ নং ওয়ার্ড গোদনাইল রসুলবাগ মাদবর বাড়ি (লক্ষিনারায়ণ) নিবাসি নীল মিয়া মাদবর গত ১৯/১০/২০২১ ইং রোজ মঙ্গল বার দুপুর ১২.৩০ মি: এ ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম নীল মিয়া মাদবর “১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা  মো: রুবেল হোসেন মাতবরের দাদা।

নীল মিয়া মাতবরের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত ।  এলাকাবাসীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আল-আমিন মরহুমের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান