রাঙ্গাবালীতে চুরি হওয়া গরুসহ চোর আটক
- আপডেটঃ ০৪:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / 219
রফিকুল ইসলামঃপটুয়াখালীর রাঙ্গাবালীতে চুরি হওয়া গরুসহ হাসান প্যাদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার গহীনখালী হাটে চুরি করা গরু বিক্রির সময় তাকে আটক করা হয়।
পরে রোববার (২৩ জুলাই) সকালে রাঙ্গাবালী থানায় মামলা হলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হাসান প্যাদা আমলীবাড়িয়া গ্রামের মোশাররফ প্যাদার ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গাবালীর কাউখালি গ্রামের রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। চুরি করা গরুটি বিক্রি করতে গহীনখালী হাটে নেয় হাসান প্যাদা। এসময় হাসানের আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয়রা বুঝতে পেরে তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে হাসান।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, অভিযুক্ত হাসান প্যাদা পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে।এছাড়াও রাঙ্গাবালী থানায় যতগুলো গরু চুরির অভিযোগ এসেছে আমরা চোরসহ গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি।