রাঙ্গাবালীতে জাতীয় “জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন।রাঙ্গাবালীতে জাতীয় “জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- র্যালী ও আলোচনা সভা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় “জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১টার সময় “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই ¯েøাগান কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে র্যালী টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল পাশা, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাসুদ হাসান সহ- উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব ও সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাসহ সকল প্রকার কাঙ্খিত সেবা পেতে জন সাধারণের যেন ভোগান্তি ও হয়রানির শিকার হতে না হয় সেদিকে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি আন্তরিক হতে আহবান জানান। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের রাঙ্গাবালী উপজেলার সকল সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কে বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কারিত করা হবে।