রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর রাঙ্গবালীতে ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাহেচর বাজার ব্যবসায়ী একাদশ বনাম ফেলাবুনিয়া ফ্রেন্ডস ক্লাব একাদশ অংশ গ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-৪ গোলে জয়ী হয় বাহেচর বাজার ব্যবসায়ী একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে এলইডি টিভি তুলে দেয় অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান মামুন খান, বিশেষ অতিথি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর ও সাধারাণ সম্পাদক বাবু তালুকদারসহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।