রাঙ্গাবালীতে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর রাঙ্গাবালীতে নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সকল স্কুলে বই বিতরণ করা হয়। এতে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উদ্বোধন করেণ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, রাঙ্গাবালী মডেল মাধ্যামিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত হয়েছে কোমলমতি শিশুরা।