রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

- আপডেটঃ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / 266

রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমিটির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে “বিশ্ব শিক্ষক দিবস” পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমিটির আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। পরে মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে র্যালী শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম বিপ্লব, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন নেসার -সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন। শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা জাতীয়করনসহ বিভিন্ন দাবী সমাধানের আশা প্রকাশ করেন।