বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে সিগারেট বিক্রি না করায় এক কিশোরকে মারধর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই ) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা পল্লী বিদ্যুৎ নামকস্থানে এ মারধরের ঘটনা ঘটে। মারধরে আহত ওই কিশোরের নাম ফরহাদ হাওলাদার (১৪)। পিতা নুর ইসলাম হাওলাদার।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মারধরকারীরা হলো আরিফ চৌকিদার (২৬), পিতা হানিফ চৌকিদার ও সানু চৌকিদার (৪৫), পিতা মৃত বশার চৌকিদার।
চিকিৎসাধীন আহত ফরহাদ জানান, গতকাল রাত ১২টার দিকে আমাদের দোকানে এসে সিগারেট চাইলে আমি সেই সিগারেট না দিলে দোকানের দরজা খুলতে বলে। আমি অত রাতে দোকান না খুললে আরিফ আমাকে হুমকি দিয়ে বলে ‘ কালকে সকালে তোকে আমি দেখে নেব ‘ বলে চলে যায়। আজ দুপুরে ফুটবল খেলে দোকানে আসলে ওই আরিফ আমাকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে এবং তার চাচা সানু একটি বাশের লাঠি দিয়ে পিছন থেকে আমাকে বাড়ি মারলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ফরহাদের বাবা নুর ইসলাম হাওলাদার জানান, আমার ছেলেকে মারধরের ঘটনা শুনে দৌড়ে এসে দেখি আমার ছেলে ফরহাদকে স্থানীয়রা হাসপাতাল নিয়ে গেছে। দ্রুত হাসপাতালে এসে ভর্তি করে এব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ফরহাদকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন প্রতিবেদককে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।