মাহে রমাদানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ
- আপডেটঃ ১১:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 208
মাহে রমাদানের পবিত্রতা রক্ষা, আত্ব শুদ্ধি, তাকওয়া অর্জন ও কুরআনের সমাজ গঠনের আহবান সহ নগরবাসীকে রমাদানের শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আব্দুল জব্বার এবং নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ,এক যৌথ বিবৃতি প্রদান করেন। সিয়াম সাধনার এই মাসের পবিত্রতা রক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার আহবান জানান।
মাহে রমাদানের পবিত্রতা রক্ষা, আত্ব শুদ্ধি, তাকওয়া অর্জন ও কুরআনের সমাজ গঠনের আহবান- জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী
নারায়ণগঞ্জ নগরবাসীর প্রতি মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমাদান হলো সমগ্র মুসলিম জাতির প্রশিক্ষণের মাস। আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাসে যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহন যোগ্য হিসেবে গড়ে তোলাই রমাদানের অন্যতম শিক্ষা। এই মাসের প্রশিক্ষণের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহ বাকি এগারোটি মাস সত্য ও সুন্দরের পক্ষে চলার পাথেয় অর্জন করে। এ মাস কুরআন নাজিলের মাস। যে কুরআন মানবতার মুক্তির সনদ। এই কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই দুনিয়ার শান্তি ও পরকালিন মুক্তি নিশ্চিত সম্ভব। তাই কুরআন নাজিলের মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে নেতৃবৃন্দ নগরবাসীকে উদাত্ত আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, কুরআনে আল্লাহ তা’য়ালা মাহে রমাদানের সিয়াম পালনকে আমাদের জন্য ফরজ করেছেন। পূর্ণ মর্যাদা ও তাকওয়ার সাথে হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনে আমাদের সচেষ্ট হতে হবে। আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম ও গাজায় মানবতা ভূলন্ঠিত বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং তাদের পূর্ণ-স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান করছি।
রমাদান মাস শুরুর পূর্বেই চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে তারা সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে। যার ফলে ইফতারের সবচেয়ে প্রচলিত খাদ্য খেজুরের মুল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ যেন সাচ্ছন্দ্যে সেহরি ও ইফতার করে সিয়াম পালন করতে পারে তার জন্য আমরা সিন্ডিকেট ও মজুতদারি বন্ধ করে দ্রব্যমূল্য সকল শ্রেণির মানুষের য়সীমার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি।
নেতৃবৃন্দ মাহে রমাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, মদ – জুয়া, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে নগরীর বিভিন্ন স্থান থেকে অশ্লীল পোষ্টার ও বিলবোর্ড অপসারণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত সহ যানজট দুরীকরণ, ঈদের এক সপ্তাহ পুর্বেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে অন্যায়ভাবে গ্রেফতার সকল রাজবন্দী ও আলেম-ওলামাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।