রিপোর্টার্স ইউনিটির উদ্যেগে দশমিনায় দেড় হাজার মাস্ক বিতরন

রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দশমিনায় দেড়হাজার মাস্ক বিতরণ


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

করোনাভাইরাসের বিস্তার রোধে পটুয়াখালীর দশমিনা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দেড়হাজার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দিনভর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শামিম খান, সম্পাদক সঞ্জয় ব্যানার্জী, সদস্য পরেশ চন্দ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। নিজেও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।


শেয়ার করুন
আপনার মতামত জানান