নোয়াখালী প্রতিনিধি:
লকডাউনের কারণে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের নদী ভাঙন প্রতিরোধে আয়োজিত মানববন্ধন স্থগিত করা হয়েছে।
আজ ২৯ শে জুন লকডাউনের কারণে এক জরুরি নোটিশের মাধ্যমে মানববন্ধন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মানববন্ধন আয়োজন কারী নাগরিক কমিটির সমন্বয়ক মোঃ মাসুদ রানা বাংলার শিরোনামকে বলেন, সরকার ঘোষিত লকডাউন ও চর এলাহী ইউনিয়নের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের মানববন্ধনটি আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন করোনার বিধিনিষেধ ও এলাকার রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে অচিরেই আমাদের মানববন্ধনটি আয়োজন করা হবে।
উল্লেখ্য নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নটি দীর্ঘদিন যাবত নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিয়নের কয়েক হাজার একর ফসলী জমি নদী গর্বে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়েছে কয়েক হাজার পরিবার। ইউনিয়নটি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা হলে-ও নদী ভাঙন প্রতিরোধে এখন পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সরকারের পক্ষ থেকে।
তাই স্থানীয় যুবসমাজের উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে এলাকাবাসী নদী ভাঙন প্রতিরোধ করার দাবীতে একটি মানববন্ধন আয়োজন করার ব্যবস্থা করে, কিন্তু এরমধ্যেই সরকার সোমবার থেকে লকডাউনের ঘোষণা দেওয়ায় মানববন্ধনটি স্থগিত করে নাগরিক কমিটি।