লক্ষ্মীপুরে অস্ত্রসস্ত্রসহ ৩১ জন আট
মোঃ সাইফুল ইসলামঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে র্যাব পুলিশের যৌথ অভিযানে মজুদকৃত অবৈধ অস্ত্রসহ ৩১ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ভাদুর ইউপির মধ্য ভাদুর নির্বাচনী ভোট কেন্দ্র সংলগ্ন স্থানীয় যুগী বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা রামগঞ্জ পৌর শহরের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে হেলমেট, চাপাতি-ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই প্রস্তুতি নিয়েছে এবং আধিপত্য বিস্তার করতে এ অস্ত্র মজুদ রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রশাসন।
এ বিষয়ে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা কেউ গণমাধ্যমকে বিস্তারিত জানায়নি, তবে আরো অভিযান অব্যাহত আছে বলেও জানান তারা।