লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীদের এক মতবিনিময় সভা আজ (২৭/১১/২০২১) সকাল ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াস্থ রওশন জাহান ইষ্টার্ণ মেডিকেল কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এমডি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার হারুন। সভাপতিত্ব করেন,মানবিক চঁন্দ্রগঞ্জ সোসাইটির সভাপতি মোঃ মোশাররফ পাটওয়ারী। সভায় লক্ষ্মীপুর জেলার পঁঞ্চাশটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। হামদর্দ এমডি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং তাঁর পত্নী লেখক কামরুন নাহার হারুন লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দীর্ঘদিন দিন থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছেন। অসহায় মানুষদের ঘর করে দেয়া,বাজার করে দেয়া,শীত বস্ত্র প্রদান, চিকিৎসায় সহযোগিতা,দারিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা ইত্যাদি মানবিক কাজ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বাস্তবায়ন করে এসেছেন এ মানবিক দম্পত্তি। তাই উক্ত মতবিনিময় সভায় লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবীরা ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননায় সিক্ত করেন তাঁদেরকে। সর্বোপরি লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীদের ভালোবাসায় সিক্ত হলেন আজ হারুন-নাহার দম্পত্তি।
