শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

- আপডেটঃ ১০:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 57

শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা
যশোরের শার্শায় হাজেরা খাতুন (১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্নহত্যা নয় হাজেরাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার জামতলা টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐদিন সন্ধায় শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত হাজেরা খাতুন ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
হাজেরার পিতা মেহেদী হাসান জানান, তার মেয়ের সাথে তার জামাই ও দাদী শাশুড়ী রাহিমা সব সময় খারাপ ব্যবহার করতো। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধিয়ে দিতো দাদী শাশুড়ী রহিমা। ঘটনারদিন তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে তার জামাই আকাশ ও তার দাদী মিলে হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে গলায় ফাঁস দিয়েছে বলে প্রচার করতে হসপিটালে নিয়ে যায় এবং তাদের মেয়ে অসুস্থ বলে তাদের খবর দেয়া হয়।
শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার
খবর পেয়ে তারা এসে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান। তিনি এসময় অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ও নাভারণ সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রকৃিয়াধীন বলে তিনি জানান।
শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার