শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

- আপডেটঃ ০৪:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 46

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উপজেলা মহিলা অধিদপ্তর পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। এ সময় শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান ও পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।
আরও পরুনঃ দুমকিতে হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ভোদন