মোঃ মাসুদ রানা – নোয়াখালী প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। গতকাল (১৮ অক্টোবর) সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সমৃদ্ধি কর্মসূচির সহায়তায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চর এলাহী ইউনিয়নের প্রায় শতাধিক শিশুকিশোর। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন সংস্থাটির এরিয়া ম্যানেজার ও সমৃদ্ধি কর্মসূচির পিসি গোলামুর রহমান খোকন। প্রধান অতিথির বক্তব্যে গোলামুর রহমান খোকন বলেন, শেখ রাসেল ছিলেন আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। শেখ রাসেল বড় হয়ে সেনা অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন, সদা হাস্যোজ্জ্বল শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর খুবই আদরের সন্তান, ততকালীন সময়ে বঙ্গবন্ধু একটি সাক্ষাৎকারে শেখ রাসেল কে বড় হলে সেনা কর্মকর্তা বানানোর কথা বলেছিলেন, কিন্তু ঘাতকদের বুলেট বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ করতে দিলো না। ১৫ ই আগস্টের কালো রাত্রিতে শেখ রাসেল সহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো এদেশীয় পাকিস্তানি দোসররা।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক সন্তোষ মজুমদার, শাখা হিসাবরক্ষক রিয়াজ উদ্দিন, সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক, ডাক্তার যাকের হোসেন, যুব প্রতিনিধি রহমতুল্লাহ স্থানীয় ইউপি সদস্য মায়া আক্তার প্রমুখ।