বাউফলে ছাত্রদল নেতার নেতৃত্বে শ্রমিকলীগ অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

- আপডেটঃ ১০:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / 115

বাউফলে ছাত্রদল নেতার নেতৃত্বে শ্রমিকলীগ অটোচালককে ছুরিকাঘাতে হত্যা
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে অটোচালক মোঃ সুজন হাওলাদার (৩৫) নামে একজনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার পরে ওই ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ হত্যার ঘটনা ঘটে। নিহত অটোচালক মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মোঃ নবী আলী হাওলাদারের ছেলে। তিনি আওয়ামী শ্রমিকলীগ রাজনীতির সাথে জড়িত বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
জানা গেছে, ঘটনার দিন সোমবার বিকেল ৫টার পরে সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাওয়ার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমূল ইসলাম মিরাজ (৩৫) এর নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫) ও রাসেল (৩০) সহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী সমর্থক তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, এব্যাপারে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
বাউফলে ছাত্রদল নেতার নেতৃত্বে শ্রমিকলীগ অটোচালককে ছুরিকাঘাতে হত্যা
আরও পরুনঃ নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের উদ্যোগে তারুন্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে