সংবাদ শিরোনামঃ
গলাচিপায় সংসদ নির্বাচনের ব্যালটবাক্স কেন্দ্রে কেন্দ্রে বিতরন

মোঃ রানা
- আপডেটঃ ০৬:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / 285

গলাচিপায় সংসদ নির্বাচনের ব্যালটবাক্স কেন্দ্রে কেন্দ্রে বিতরন করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন ১১৩ (পটুয়াখালী-৩) এর নির্বাচনি এলাকার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে ১২৪ টি ভোট কেন্দ্রে ব্যালটবাক্সস সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
এসময় সরঞ্জামাদি কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেয়া হয়। এসময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও নির্বাচন অফিসারের কার্যালয়ের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় আছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২ শত ৬১ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ১ শত ৫ জন। পুরুষ সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১ শত ৫৪ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।