সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

- আপডেটঃ ০৪:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / 49

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা দক্ষিণ এলাকার সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জানুয়ারি এশার নামাজের পর সনমান্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সনমান্দী গ্রামের হাফেজ ও মাওলানা বেলাল হোসাইন এর বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম।
হাফেজ ও মাওলানা বেলাল হোসাইনের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সনমান্দী ইউনিয়নের সভাপতি মাওলানা আঃ মোমেন, অনুষ্ঠিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতী মোঃ ফেরদাউস হুসাইন খাঁন, এডভোকেট মোঃ সাইফুর রহমান।
সোনারগাঁ উপজেলা দক্ষিণ এলাকার সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন
এ সময় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সনমান্দী ইউনিয়নের তরবিয়ত সম্পাদক মাওলানা ওসমানগণি, ইউনিয়ন সহ-সভাপতি – জনাব আদুস সাত্তার, আমির হামজা, সহকারি সেক্রেটারি হাফেজ আবু তসলেব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই- এটা ইমানের দাবি, ইমানে ভেজাল থাকলে চিকিৎসা করান। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এটাই শেষ কথা। আগামীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমরণ দাওয়াতী কাজ চালিয়ে যেতে হবে। তা না হলে এদেশে সঠিক ইসলামী আন্দোলন কায়েম করা সম্ভব হবেনা। এতে বিফল হলে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের লক্ষ্যে পৌঁছা যাবেনা।
উক্ত কর্মী সম্মেলন শেষে আগমাী ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য সনমান্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, ও বেশ কয়েকটি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা দক্ষিণ এলাকার সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন
আরও পরুনঃ বন্দর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার