দুমকীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হিন্দু সাম্প্রদায়ের মানববন্ধন
- আপডেটঃ ০৩:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 170
দুমকীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়।
২৬ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৫টায় উপজেলার দুমকী সাতানী মহারাজ বাড়ির সামনে দুমকী উপজেলা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় তারা অনিমা রানী ও অনিকা রানীর উপর হত্যার উদ্দেশ্যে হামলাকারী মোস্তফা ও অন্যান্য সহযোগী এবং এর মদদ দাতা আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান সোহরাব এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ করেন।
প্রতিবাদ কারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দুমকী উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, স্হানীয় বাসিন্দা সেলিনা বেগম, ভুক্তভোগী সজল চন্দ্র শীল,উজ্জ্বল চন্দ্র শীল, ও বীরবল চন্দ্র শীল।
এসময় হিন্দু সম্প্রদায়ের ও স্হানীয় ২’শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।