সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বিএমএসএফ’র মানববন্ধন


সংবাদদাতা বাউফলঃ

প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ সচিবের কক্ষে প্রায় ৬ঘন্টা আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ বাউফল শাখা

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাউফল উপজেলার শাখার সভাপতি (ভোরের কাগজ) অতুল চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কমিটির সভাপতি (বাংলাদেশ প্রতিদিন) হারুন অর রশিদ খান, বিএমএসএফ বাউফল শাখার সহসভাপতি ( প্রতিদিনের সংবাদ) দেলোয়ার হোসেন,

সহসভাপতি (বাংলাদেশ বেতার) সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক (আজকালের খবর) শিবলী সাদেক,মানববন্ধনে বক্তারা বলেন, ‘ স্বাস্থ্য বিভাগের দূর্নীতি অনিয়মের চিত্র জাতির সামনে তুলে ধরার কারনেই দূর্নীতিবাজ আমলারা পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে বিচার বিভাগীয় কমিটি গঠন ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে তুলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএমএসএফ জেলার যুগ্ম সাধারন সম্পাদক (আনন্দ টিভি) এম. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক (সকালের সময়) মো. মনিরুজ্জামান হিরোন, বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ( দেশবার্তা ) মো. জাহিদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক (সরেজমিন বার্তা) মো. দুলাল হোসেন, অর্থ সম্পাদক ( দক্ষিণের খবর) মো. ইমাম হোসেন মনা, ক্রিড়া সম্পাদক ( দৈনিক বাংলাদেশ) শফিকুল ইসলাম, সদস্য (বরিশাল খবর) সাংবাদিক মোঃ নুরুজ্জামান মৃধা ( বরিশালের কথা) জিএম ফোরকান, সদস্য (বাংলাদেশ সমাচার) মো. ফোরকান হোসেন, আমাদের বাউফল ডটকমের সম্পাদক আরিফ মোর্শেদ, সাংবাদিক মো. সায়েম প্রমূখ।

এছাড়াও বেলা ১১টার দিকে বাউফল প্রেস ক্লাবের আয়োজনে পৃথক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন
আপনার মতামত জানান