ভন্ড আলতাফ হুসাইনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শেখ সুমনের উপর হামলা
- আপডেটঃ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 212
ভন্ড আলতাফ হুসাইনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শেখ সুমনের উপর হামলা
নারায়ণগঞ্জের বন্দরে এক ভন্ড খলিফাতুর রাসুল এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শেখ সুমনের উপর হামলা হয়েছে। গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে বাড়ি যাওয়ার পথে নোয়াদ্ধা এলাকায় ভন্ড পীর আলতাফ হুসাইনের নেতৃত্বে সাংবাদিক শেখ মিজানুর রহমান সুমনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা আহত ওই সাংবাদিক দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। এ ঘটনায় রাতেই আহত সুমন বাদী হয়ে ভন্ড খলিফাতুর রাসুল আলতাফ হুসাইন সহ চার জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক শেখ সুমনের উপর হামলা
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় বসবাস করেন ভন্ড পীর আলতাফ হুসাইন। তিনি নিজেকে খলিফাতুর রাসুল দাবী করে আসছে দীর্ঘদিন ধরে। তার ভন্ডামীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে বাড়ি যাওয়ার পথে নোয়াদ্দা এলাকায় ভন্ড খলিফাতুর রাসুল আলতাফ হুসাইন এর নেতৃত্বে নোয়াদ্দা এলাকার জামাল মিয়ার ছেলে ডালিম, তাজুল ও বাহা উদ্দিন পথ রোধ করে এলোপাথারি মারধর করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি, সেকেন্ড অফিসার সাইফুলকে ব্যবস্থা নিতে বলে দিয়েছি।