সাপের বিষসহ দুই পাচারকারী গ্রেফতার

সাপের বিষসহ দুই পাচারকারী র‌্যাবের হাতে গ্রেফতার


বাংলার শিরোনামঃ

পইল আটঘরিয়া থেকে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

রোববার র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল আবু মুছা মুহাম্মদ শরিফুল ইসলামের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাপের বিষসহ বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তাদের কে হবিগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত দুই পাচারকারীরা হল, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল রাকিবের ছেলে জসিম উদ্দিন (৩৪)

এবং একই গ্রামের এবাজত আলীর ছেলে আলা উদ্দিন (২৪)।

র‌্যাব-৯ জানায়, সাপের বিষ পাচারের সাথে গ্রেফতারকৃত দুই পাচারকারী সহ বেশ কয়েকজনের একটি চক্র আছে।

এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে বিদেশ পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটঘরিয়া থেকে এই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি ঝাড়ের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়াও ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ার ও ১টি নমুনা প্যাকসহ আরো বেশ কিছু বিষ সংগ্রহের সরঞ্জাম।


শেয়ার করুন

২ thoughts on “সাপের বিষসহ দুই পাচারকারী র‌্যাবের হাতে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান