সাবেক শিক্ষক আবদুর মান্নান আর নেই
মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আঃ মান্নান হাওলাদার ইন্তেকাল করেছেন। বুধবার (৩০ মার্চ) সকাল ৮ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী( ২ মেয়ে) ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, মাস্টার আঃ মান্নান ১৯৭৪ সালে নওমালা নেছারিয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ সময় ধরে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৫ সালে অবসর যান।
শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ এই শিক্ষক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার বিকালে আসরের নামাজ বাদ নিজ বাড়ির মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মাস্টার আঃ মান্নান ১৯৫০ সালে বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন বটকাজল গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।