সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর গংদের চাঁদাবাজি

- আপডেটঃ ১০:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 45

সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর গংদের চাঁদাবাজি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে শৌচাগার বানিয়ে চলছে ভূমিদস্যু আঁখিনুর গংদের চাঁদাবাজি।
তাদের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পরিবহন ব্যবসায়ীরা। এই ভূমিদস্যু আখিনুর গংদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন পরিবহন ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে শৌচাগার বানিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে নিয়মিত টাকা নিচ্ছেন। পাশাপাশি সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের পাশে গড়ে তুলেছেন দোকানপাট। সেই দোকান থেকেও প্রতিদিন চাঁদা উত্তোলন করছেন এই চাঁদাবাজ চক্র। অভিযোগ রয়েছে এই চাঁদাবাজ চক্রটি সাইনবোর্ডে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে মসজিদ নির্মাণ করে সেই মসজিদের নাম বিক্রি করে পাশে শৌচাগার উঠিয়ে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করে সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।
সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর গংদের চাঁদাবাজি
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের পাশে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে দোকান, গরুর খামার নির্মাণ করেছেন আঁখিনূর চৌধুরী নামের কথিত জাপা নেতা ও তার চক্রটি। অসৎ উদ্দেশ্যে তারা বেশ কয়েকজন মিলে মসজিদের নাম বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশনের নেমেছে এই চক্রটি। ইতিমধ্যে প্রশাসনের কর্মকর্তা শিমরাইল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকির বিরুদ্ধে সাধারণ মানুষদের উস্কেদিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করিয়েছে ওই দুষ্ট চক্রটি। যার শেল্টার দিয়েছেন বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আঁখিনূর চৌধুরী। মানবন্ধনে তার উস্কানিমূলক বক্তব্যে সাধারণ মানুষ প্রশাসনের উপর আরও চড়াও হয়ে উঠেন।
সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা গত্যা চেষ্টা মামলায় গত শুক্রবার দিবাগত রাতে বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আঁখিনূর চৌধুরীকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আঁখিনূর চৌধুরী বন্দর উপজেলার উইলসন এলাকার কবির চৌধূরীর ছেলে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে একটি চক্র উঠে পরে লেগেছে। তারা সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি একজন মুসলমান সেহেতু আমিও মসজিদের পক্ষে। কিন্তু মসজিদের পাশে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে দোকান ও গরুর খামার নির্মাণ করেছেন সেগুলোর বিরুদ্ধে কথা বলাই আমার কাল হয়ে দাড়িয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর গংদের চাঁদাবাজি
এদিকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, মহাসড়কের জায়গা দখল করে সাইনবোর্ডের উত্তর পাশে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমাদের কোন অনুমতি নেয়া হয়নি। অতি শিঘ্রই অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করা হবে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর গংদের চাঁদাবাজি
আরও পরুনঃ বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ