বিএনপি নেতাকর্মীদের পাশে থাকবো; বেগম হাসনা জসিম মওদুদ

সুখে দুঃখে কোম্পানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের পাশে থাকবো; বেগম হাসনা জসিম মওদুদ


বাংলার শিরোনামঃ

নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার বিএনপি নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসীম মওদুদ

আজ তিনি কোম্পানিগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের নিজ বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ ঘোষণা দেন।

এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ রাজনীতি করেছেন অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমিও আজ আপনাদেরকে কথা দিচ্ছি আমার সর্বশক্তি দিয়ে আমি কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মী ও অসহায় গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাবো।

তিনি আরও বলেন আমি জানি কবিরহাট ও কোম্পানিগঞ্জের মানুষ আজ ভালো নেই। সারাদেশে উন্নয়ন হলেও এই অঞ্চলের মানুষের কোনো উন্নয়ন হয়নি। একদিকে করোনাভাইরাস অন্যদিকে সরকারের অবহেলায় এখানকার মানুষের মুখের দিকে তাকানো যায়না, মানুষ খুব কষ্টে আছে।

উল্লেখ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী ৫ কবিরহাট ও কোম্পানিগঞ্জ থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। তিনি গত ১৬ ই মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাসনা জসীম মওদুদ ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও পল্লী কবি জসীম উদ্দীনের কন্যা।


শেয়ার করুন

One thought on “সুখে দুঃখে কোম্পানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের পাশে থাকবো; বেগম হাসনা জসিম মওদুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান