সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান মোঃ হানজালাল প্রধানের
- আপডেটঃ ০৬:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / 114
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান মোঃ হানজালাল প্রধানের
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগীতায় অনুষ্ঠানে,ইংরেজি উপস্থাপনা ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান অধিকার করেছে,সোনারগাঁও সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ধামগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. হানজালাল প্রধান।
৬ জুন বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়াম পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সাপ্তাহ -২০২৪ অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান অধিকার করায় ,সোনারগাঁও সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. হানজালাল প্রধানকে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরনের সময় ফিলিস্তিনের পতাকা কাধে নিয়ে পুরষ্কার গ্রহন করে সে। উক্ত শিক্ষার্থী গত বছরেও প্রতিযোগীতায় ৪টি ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছিলেন।
উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম স্যার,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।