সোহানের বেচেঁ থাকার আকুতি

বাউফলে ব্লাড ক‍্যান্সারে আক্রান্ত সোহানের বেচেঁ থাকার আকুতি ; প্রয়োজন সাহায্য


মোঃ নুরুজ্জামান (বাউফল):

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খোকন মৃধার অতি আদরের ছোট ছেলে সোহান মৃধা ব্লাড ক‍্যান্সারে আক্রান্ত সোহানের বেচেঁ থাকার আকুতি ; প্রয়োজন সাহায্য। জানা যায়, মাঝে মধ্যে সোহান অসুস্থ হয়ে পরে। তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। শারীরিক অবস্থার অবনতি দেখে ডাক্তারের শরণাপন্ন হলে তার মরণঘাতি ক‍্যান্সার হয়েছে বলে জানান। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় ক‍্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।

মাত্র ১৩ বছর বয়সেই সোহানের শরীরে বাসা বেঁধেছে ঘাতকব‍্যাধি ব্লাড ক্যান্সার।

সোহান বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সোহানকে দ্রুত ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতার কারনে সোহানের পিতা টমটম চালক খোকন একেবারেই নিস্বঃ, নিজের বসত ভিটের বাইরে নেই কোনো বাড়তি সম্পদ। সম্বল আছে শুধু চোখের জল। সকলে মিলে সহযোগীতা করলে হয়তো সোহানকে ঢাকা পাঠিয়ে চিকিৎসা করানো সম্ভব। অন্যথায় গরীব অসহায় পরিবারের সন্তান হওয়ার অপরাধে বিনা চিকিৎসায় একটি শিশুর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে ওর বাবা মায়ের।

আসুন সবাই অসহায় এই শিশুটির চিকিৎসায় একটু সাহায্যের হাত বাড়াই। যাতে করে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে।

 সোহানের বাবার ফোন নাম্বার ০১৭৭৮২৫০০৩২

 “সত্যের সংগ্রামে মিথ্যার অবসানে” বাংলার শিরোনাম


শেয়ার করুন

২ thoughts on “বাউফলে ব্লাড ক‍্যান্সারে আক্রান্ত সোহানের বেচেঁ থাকার আকুতি ; প্রয়োজন সাহায্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান