স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫ দিন ব্যাপী নারী উদ্দোক্তা মেল
স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী নারী উদ্দোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে ।
নারীরাই পারে নারীই শক্তি নারীদের এগিয়ে যেতে সর্বোচ্চ সহযোগিতা করবে পরিদর্শনে এসে এসব কথা বললেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া তিনি আরো বলেন যে দেশে নারীরা সচ্ছল সে দেশ ততটাই উন্নত আমাদের দেশও এগিয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো।
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সামাজিক উন্নয়নে অগ্রনি ভূমিকা থাকবে নারীদের নারীরা ও পারে নারীরই শক্তি এবং আগাদিনের বাংলাদেশকে আরো গতিশীল করতে নারীর ভূমিকা থাকবে সিংহ ভাগ সেই লক্ষ্যে স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ এসব কথা বললেন নারী উদ্দোক্তা রিপা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারী উদ্দোক্তা মারজিয়ানা রিমু, কামরুন নাহার, তাহমিনা, অনুপ চক্রবর্তী, মোঃ সিফাত, রাফিদুল ইসলাম প্রমূখ।