স্বাধীনতার মূলমন্ত্র ছিলো অর্থনৈতিক মুক্তি। কিন্তু আজও আমাদের সেই মুক্তি অর্জিত হয়নি। ৩১ মার্চ রবিবার শহরের এক হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন আজ ষ্টীল রি- রোলিং শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ মহানগরীর প্রোগামে এক ইফতার মাহফিলে একথা বলেন।
স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, আজ শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন, আমাদেরকে ট্রেড ভিত্তিক আন্দোলন জোরদার করে শ্রমিকের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে।
মালিক- শ্রমিকের মাঝে সু- সম্পর্ক বৃদ্ধি পেলে দেশের কারখানাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করে, আর শ্রমিক ও মালিকের সম্পর্ক ভালো থাকে তখনি যখন মালিক তার শ্রমিকের যথাযথ প্রাপ্য যথা সময়ে বুঝিয়ে দেয়। আমরা অনুরোধ করবো যাদের ঘামে কারখানা সচল, দেশের অর্থনীতি এগিয়ে যায় তাদের প্রতি মানবিক হবেন। ঈদের আগেই, বেতন-ঈদ বোনাস দিয়ে পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দিবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষ্টীল রি- রোলিং শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শ্রমিক নেতা মোশাররফ হোসাইন,
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসুল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহানগরীর সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, সহ সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, খোরশেদ আলম রবিন, এরশাদ খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।