স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের জাতি চিরদিন স্মরণ রাখবে- মুহাম্মদ আবদুল জব্বার
- আপডেট সময় : ০৯:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের জাতি চিরদিন স্মরণ রাখবে, ঠিক এমনটাই বলেছেন মুহাম্মদ আবদুল জব্বার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহতদেরকে জাতি চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তাদের ত্যাগ এবং কুরবানি কোনদিন বৃথা যাবে না। গণতন্ত্রকামী এবং দেশ প্রেমিক জনতার কাছে তারা প্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবে।
তিনি বলেন ১৫ বছর জাতি স্বৈরাচারের জুলুম নির্যাতন নিষ্পেষণে জর্জরিত, দেশের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশাহারা এবং গণতন্ত্র খাঁচায় বন্দি। এমন অবস্থায় যারা স্বৈরাচার এবং জুলুমবাজের বিরুদ্ধে, স্বাধীনতা রক্ষার দাবিতে জীবন বাজি রেখে আন্দোলনে শামীল হয়েছেন তাদের চেয়ে সাচ্চা দেশ প্রেমিক আর কেউ হতে পারে না। তিনি আগামী দিনেও স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে জালিমের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে শামিল থাকার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
৩ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরে স্বাধীনতা মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসেন, মহানগর কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন ও বশিরুল হক ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর জনাব আলী আক্কাস রুম্মানসহ প্রমুখ নেতৃবৃন্দ।