এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে দুমকি স্বাস্হ্য কমপ্লেক্সে পুশিং স্যালাইন হস্তান্তর।
- আপডেটঃ ০৮:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / 91
এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে দুমকি স্বাস্হ্য কমপ্লেক্সে পুশিং স্যালাইন হস্তান্তর।
তীব্র তাপদাহে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য জাতীয় পার্টির কো-চ্যেয়ারম্যান সাবেক মন্ত্রী পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির উদ্যোগে দুমকি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ১হাজার পুশিং স্যালাইন হস্হান্তর করা হয়েছে।
সোমবার বিকাল ৫টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহিনের হাতে এ স্যালাইন তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।
রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে দুমকি স্বাস্হ্য কমপ্লেক্সে পুশিং স্যালাইন হস্তান্তর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.হারুনুর রশিদ হাওলাদার, পটুয়াখালী সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ প্রমুখ। এসময় সংসদ সদস্য বলেন, বর্তমানে যে ধরনের রৌদ্র যে ধরনের উষ্ণতা তাতে চিকিৎসকরা বলছেন ঘরের বাইরে বের হবেন না।
রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে দুমকি স্বাস্হ্য কমপ্লেক্সে পুশিং স্যালাইন হস্তান্তর।
তবুও ওরা যাচ্ছে বাইরে। আমাদের সবাইকে যেতে হয়। মানুষের পাশে থাকার জন্যে দুমকিতে ১হাজার স্যালাইন নিয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগিতায় দুমকি মানুষের জন্য বিতরণ করেছি। এক অভিন্ন উদাহরণ রাখতে চাই যে, সমাজে মতপার্থক্য রাজনৈতিক দুরত্ব অনেকের মাঝে থাকতেই পারে। কিন্তু জন কল্যাণে, মানুষের সেবায় দেশের সেবায় আমাদের সবার এক কাতারে থাকা উচিত। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।