হাজীগঞ্জ এম সার্কাস জ্ঞানকোষ একাডেমির উদ্যােগে ইফতার মাহফিল

হাজীগঞ্জ এম সার্কাস জ্ঞানকোষ একাডেমির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


ইউসুফ আলী প্রধানঃ

১০ মে সোমবার হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদে জ্ঞানকোষ একাডেমির উদ্যােগে ৩ শত (৩০০) রোজাদারদের নিয়ে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবক আমির হোসেনের আয়োজনে মানবিক গুণাবলি দিয়ে সহযোগিতা করেছেন  সমাজ সেবক হালিম ব্যাপারী, মোঃ কাইউম খন্দকার, ফরহাদ হোসেন আশিক,  মোঃ সৌরভ খন্দকার, হাবিবুর রহমান রায়হান।

অনিক খন্দকার  বলেন করোনা মহামারি পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে স্কুল -কলেজ ও একাডেমি গুলো আজ একটি বছর যাবত শিক্ষকদের আয় রোজগার নেই ছাত্র ছাত্রীদের নেই পড়াশোনা এতে করে এক দিকে শিক্ষকরা বেকার হয়ে পড়ছে অন্যদিকে ছাত্র ছাত্রী পড়াশোনা না করতে পারায় দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বাঁধাগ্রস্থ হচ্ছে। ছাত্র ছাত্রীরা সোস্যাল মিডিয়ার প্রতি আসক্তি হচ্ছে। তাই মহান আল্লাহর কাছে ফরিয়াদ দ্রুত মহামারি থেকে রক্ষা করুন, আমাদের বাংলাদেশে আপনার রহমত দিন।

দেশের সকল মুসলমানদের জন্য করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন এম সার্কাস শাহী মসজিদের খতিব মুফতি  মোহাম্মদ নাজমুল হাসান।

ইফতার মাহফিলে সেচ্ছাসেবক হয়ে  উপস্থিত ছিলেন শাকিল খন্দকার, রানা খন্দকার, আখিল খন্দকার, ইকোন প্রমূখ।


শেয়ার করুন
আপনার মতামত জানান