ইউসুফ আলী প্রধান স্টাফ রিপোর্টারঃ তুমি আলোকিত হও সময় তোমাকে খুঁজে নিবে, কর্ম মানুষকে বাচিয়ে রাখে হাজার বছর মানুষের অন্তরে এই স্লোগান নিয়ে উদ্বোধনী আলোচনা করেন মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের সভাপতি মো বদরুল হক।
২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ এম সার্কাস” সমাজ কল্যান পরিষদের” পূর্ন গঠন ও উন্নায়ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মানবতার কল্যানে সামাজিক উন্নয়নে সংগঠনের ভূমিকা অকল্পনীয়। আমার জীবনের শুরু হয় এম সার্কাস দিয়ে মায়ার টানে প্রানের টানে শত ব্যাস্ততার মাঝেও ছুটে এসেছি আপনাদের মাঝে।
কথায় আছে দশের লাঠি একের বোঝা, দশ জনে করি কাজ হারি জিতি নাহি লাজ। তাই সু সংগঠিত হওয়ার কোন বিকল্প নেই। এক সময় আমি এই সমাজের অনেকের থেকে খুব খারাপ অবস্থানে ছিলাম আজ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন তাদের কাছে থেকে অনেক ভালো আছি তা আপনারা নিজের চোখেই দেখছেন।
আপনারা সু শৃঙ্খল ভাবে থাকবেন এটাই আমার প্রত্যাশা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন ইব্রাহীম গার্মেন্টসের চেয়ারম্যান আলহাজ্ব মো আবু ইউসুফ।
এসময়ে উপস্থিত ছিলেন কাইউম খন্দকার, মো আমির হোসেন, হালিম বেপারী, এনামুল হক খন্দকার স্বপন,রবিউল আলম বাদল খন্দকার, আবদুল শাহআলম, মনছুর আলী, গাজী সাহাআলম, গাজী সোহেল, আল মামুন, শাকিল খন্দকার, মজিবুর রহমান,মো লিমন, সোহাগ প্রমূখ।