মোঃ সাইফুল ইসলামঃ
আধুনিক হামদর্দ বাংলাদেশ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ।
২২ই জুন রোজ মঙ্গলবার আজ রাজধানীর বাংলা মটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্মাননা স্মারক তুলে দেন যমুনা টেলিভিশনের মহাব্যবস্থাপক (বিপণন) ইউসুফ মামুন। ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছে হামদর্দ। গণমাধ্যমে দেশের অগ্রগতির খবর প্রকাশিত ও প্রচারিত হলে জনগণ অনুপ্রাণিত হয়। হামদর্দ এবং ইউনানী আয়ুর্বেদিক খাতের অভূতপূর্ব সাফল্যের খবর যমুনা টেলিভিশনসহ সব গণমাধ্যম আন্তরিকতার সঙ্গে প্রচার করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আমিরুল মোমেনীন মানিক, যমুনা টেলিভিশনের উপ-ব্যবস্থাপক (বিপণন) মো. মাহবুব হাসান সহ প্রমুখ।