কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দেবী দূর্গাকে বিদায়ের পর পটুয়াখালীতে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে লক্ষীপূজা। রবিবার সকাল থেকেই ধনসম্পদ ও সংসারে সুখের আশায় হিন্দুধর্মালম্বীরা উদযাপন করছে এ উৎসব। এসময় আলপনা ও লক্ষীর পায়ের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঘরের আঙিনা। ঠাকুরের মাধ্যমে ফুল, ফল ও মিষ্টি দিয়ে করা হয় মায়ের আরাধনা। বিকালে অঞ্জলি, প্রদাস ও অতিথি আপ্যায়ন করা হয়। এসময় প্রসাদ হিসেবে অতিথিদের নারকেলের নাড়–, চিড়ার মোয়া ও খৈর মোয়াসহ মিষ্টি জাতীয় খাদ্য প্রদান করা হবে।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৯/১০/২০২২