ষ্টাফ রিপোর্টারঃ একজন কাউন্সিলর একটি নির্দিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি। কাউন্সিলরের কাছ থেকে তার এলাকার জনগন খাবার চায় না, অর্থ, টাকা-পয়সা চায় না, জনগন চায় তাদের এলাকা হউক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা, এলাকার আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, সূক্ষ্ন বিচার ব্যবস্থা এবং আধুনিক জীবনধারার মিশেল, আর এই দৃষ্টিকোন থেকেই হাজী ইফতেখার আলম খোকন একজন কাউন্সিলর হিসেবে অনন্য বলেন নাসিক ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল হোসেন মাদবর।
যুবলীগ নেতা রুবেল মাতবর আরো বলেন- আমাদের নাসিক-১০ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি অন্যতম ওয়ার্ড হিসেবে বিবেচিত। শিতলক্ষ্যা নদীর পষ্চিম তীরে সিদ্ধিরগঞ্জ থানার এই ওয়ার্ডটিতে ২য় মেয়াদে কাউন্সিলর আমাদের সকলের প্রিয় হাজী ইফতেখার আলম খোকন। কাউন্সিলর হবার পর থেকে আমাদের এই ওয়ার্ডটিকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে তিনি নিরলশ ভাবে কাজ করেছেন এবং সফল হয়েছেন, এলাকার কিশোর ও যবসমাজের প্রতিটি সদস্যকে ডেকে সমাজের উন্নয়নে কাজে সম্পৃক্ত করেছেন, শিশু- কিশোরদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করেছেন, সমাজের বিশৃংখলা দুর করতে সুষ্ঠো বিচার শালিসের মাধ্যমে শান্তি ফিরিয়ে এনেছেন, এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক রাস্তা-ঘাট, ২টি খেয়াঘাট করেছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছেন, এলাকার সৌন্দর্যবৃদ্ধিতে চিত্তরঞ্জন পুকুর, খেলার মাঠ একাধিক মসজিদের মেরামত ও নতুন মসজিদ নির্মাণ করেছেন। আমাদের কাউন্সিলর ইফতেখার আলম খোকন তার দৃষ্টি এই নাসিক-১০ নং ওয়ার্ডটিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি রোল মডেল হিসাবে প্রতিষ্টা করা। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তাকে পুনরায় নাসিক-১০ নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দেখতে চাই।