দুমকিতে বিএমএসএফ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ৮৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগে পদার্পন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০.৩০ মি. নতুন বাজার এলাকার মহাসড়কে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে নতুন বাজারস্থ নিউ ষ্টার চাইনিজ রেস্তোরাঁয় বেলা ১১ টায় সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি এম আমির হোসাইন’র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ফাহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মুরাদিয়া ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম খান তারেক, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল,বি বিএমএসএফ’র উপজেলা শাখার সম্পাদক বাহাদুর হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম ও সাইদুর রহমান খান,সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি সহিদুল ইসলাম সরদার। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বিএমএসএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।