সংবাদ শিরোনামঃ
১১ জন মিলে করলেন ১২ রান
নিজস্ব প্রতিনিধি
- আপডেটঃ ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / 124
১১ জন মিলে করলেন ১২ রান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ জন ব্যাটার মিলে ৫০ বল খেলে স্কোরবোর্ডে উঠল কেবল ১২ রান। জাপানের দেওয়া ২১৮ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে ১২ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো মঙ্গোলিয়া।
সবচেয়ে কম ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল।
১১ জন মিলে করলেন ১২ রান
তবে মঙ্গোলিয়ার এমন বাজে দশা পাঁচ ওভারেও বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও, তারা প্রথম পাঁচ ওভার শেষে ৫ উইকেটে ১০ রান তুলেছিল। তাদের বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।