হারানো বিঞ্জপ্তি, রবিউল ইসলামকে ২ দিন যাবত খোঁজছেন,পিতা-মাতা
- আপডেটঃ ০৩:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / 189
হারানো বিঞ্জপ্তি, রবিউল ইসলামকে ২ দিন যাবত খোঁজছেন,পিতা-মাত
নামঃ মোঃ রবিউল ইসলাম (১৫) পিতাঃ আবুল বশার বাদল মাতাঃ মোসাঃ নাসিমা আক্তার রেখা ঠিকানাঃ স্থায়ী বি-ব্লক পানির পাম্প সংলগ্ন, গ্রাম:- সাইদনগর, ওয়ার্ড নং – ৩৯, থানাঃ ভাটারা, নতুন বাজার, জেলাঃ ঢাকা -১২১২
গতকাল রোজ মঙ্গলবার তারিখ ০২/০১/২০২৪ইং সকাল অনুমান ৯.১৫ ঘটিকার সময় মোঃ রবিউল ইসলাম রাতুল নিজ বাসা হইতে রাগ করিয়া বাহিরে চলিয়া যায়। আর বাসায় ফিরে আসেনি, তাই আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করি। মোঃ রবিউল ইসলাম রাতুলকে আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করিয়া সন্ধান না পাইয়া। মোঃ রবিউল ইসলাম রাতুলের মাতা মোসাঃ নাছিমা আক্তার রেখা ভাটারা থানায় হাজির হইয়া আজ ০৩/০১/২০২৪ একটি সাধারন ডায়রী করেন। জিডিনং -২৮১
মোঃ রবিউল ইসলাম রাতুলের বর্ননাঃ গায়ের রং ফর্সা,উচ্চতা ৫.৬ ইঞ্চি, চুল খাটো, গায়ের গঠন মাঝারী,মূখ লম্বাটে, কালো রংয়ের ট্রাউজার পরা ছিল, থুতনির নিচে কাটা দাগ আছে এবং নাকের উপরে দাগ আছে।
মোঃ রবিউল ইসলাম রাতুলের পরিবার এবং আত্মীয় স্বজন তার বড় মোঃ মোশারেফ হোসেন তার ভাগিনার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন। প্রয়োজনেঃ তার মামা 01725118013