নারী উদ্যোক্তাদের তিনদিনব্যাপী মেলার শেষ দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ইউসুফ আলী প্রধানঃ ড্রিম টিম-৪ আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী মেলার শেষ দিনে( ৭সেপ্টম্বর) ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। ড্রিম টিম-৪’র চার নারী উদ্যোক্তা হাসিবা মনিকা, ওয়াহিদা খাঁন বৃষ্টি, নীশাত ফারজানা জেনী,আচল দীপা আহমেদ এর সাথে কথা হয় দৈনিক বাংলার শিরোনাম  প্রতিবেদকের সাথে।

তারা জানান,যারা নতুন নারী উদ্যোক্তা আছেন তাদের সামর্থ্য নেই বড় প্ল্যাটফর্মে তাদের পণ্যের প্রচার এবং বিকিকিনি করার। তাদেরকে একটা প্লাটফর্ম দেওয়ার জন্য বা একটা ভালো প্লাটফর্মে নিয়ে আসার জন্য আমাদের এই আয়োজন। আমরা মূলত তাদেরকে একটা প্লাটফর্ম দিতে চাই।বলতে গেলে সেক্ষেত্রে আমরাও শতভাগ সফল হয়েছি।

সরেজমিন ঘুরে ঢাকা যাত্রাবাড়ী থেকে আসা সাদিয়া কলেকশন এর প্রোপাইটর জান্নাতুল ফেরদৌস বলেন, বিক্রয় আশানুরূপ হয়নি। শেষ দিনে ক্রেতাদের একটু ভিড় দেখা যাচ্ছে।
এদিকে মেলায় আসা ক্রেতারা দৈনিক বাংলার শিরোনাম কে জানান, যদি প্রবেশ ফি না থাকতো তাহলে অনেক ক্রেতা এখনে আসতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান