কিল্লার পুল কিল্লা শাহী মসজিদে এলাকার হাফেজদের দিয়ে পড়ানো হচ্ছে তারাবি
- আপডেটঃ ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / 238
কিল্লার পুল কিল্লা শাহী মসজিদে এলাকার হাফেজদের দিয়ে পড়ানো হচ্ছে তারাবি
ইতিহাসে এই প্রথম বারের মতো কিল্লার পুল কিল্লা শাহী মসজিদে এলাকার হাফেজদের দিয়ে পড়ানো হচ্ছে খতম তারাবি।
মোঘল আমলের সুবেদার শায়েস্তা খাঁর মেয়ে বিবি মরিয়মের সমাধিস্থলে নির্মিত শাহী মসজিদটি বিবি মরিয়ম মসজিদ নামেও পরিচিত। কালের বিবর্তনে এই মসজিদে অনেক ওলামা মাশায়েক নামাজ পড়িয়েছেন। এই মসজিদের মুসুল্লিদের ভাষ্যমতে এখানে আজ অ-বধি সর্বদা খতম তারাবি পড়ানো হয়।মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা রমজান মাস এলে ৩০ টি রোজার সাথে খতম তারাবি পড়ার জন্য ব্যাকুল হয়ে থাকে।
নারায়ণগঞ্জ কিল্লার পুল কিল্লা শাহী মসজিদে বর্তমান ইমাম এই এলাকার বাসিন্দা মরহুম মজিবুর রহমানের ছেলে হাফেজ মুফতি মাওঃ সামছুজ্জামান। মুয়াজ্জিন মোঃ আলীর তত্বাবধানে নিয়মিত নামাজ এবং খতম তারাবি পড়ানো হচ্ছে।
কিল্লা শাহী মসজিদে এলাকার হাফেজদের দিয়ে পড়ানো হচ্ছে তারাবি
তারাবিতে হাফেজ সামছুজ্জামানের সাথে নিয়মিত তারাবি পড়াচ্ছেন কিল্লার বাড়ির মোঃ মাসুদুর রহমানের বড়ো ছেলে হাফেজ মুসফিকুর রহমান তাসিফ, অত্র মসজিদের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এর ছেলে হাফেজ মাহাবুব এবং এই এলাকার ব্যবসায়ী মোঃ জুবায়ের-এর ছোট ছেলে হাফেজ আব্দুল্লাহ তাওসিফ।
নিয়মিত অংশ গ্রহণকারী ধর্মপ্রাণ মুসুল্লিরা কিল্লা শাহী মসজিদে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করছেন। সিয়াম সাধনায় এলাকাবাসীর মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।