সংবাদ শিরোনামঃ
গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেটঃ ১১:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / 221
পটুয়াখালীর গলাচিপায় রুমিয়া (১৬) নামে এক গৃহবধূর বাথরুমের চালের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের মুজিব সড়কের ভজ হাওলাদার বাড়ির পাশে বশিরের ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমিয়ার স্বামী বোরাক চালক মো: শাহীন ফকির (২১)। তিনি পানপট্টি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। পরিবারসহ তারা গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডে বশিরের বাসায় ভাড়া থাকতেন।মৃত গৃহবধূ রুমিয়া পানপট্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রফিক গাজীর ছোট মেয়ে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।