মাসদাইর হিফজুল কুরআন একাডেমীর নবম সবক সম্পন্ন হয়েছে
- আপডেটঃ ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / 258
মাসদাইর হিফজুল কুরআন একাডেমীর নবম সবক সম্পন্ন হয়েছে
নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ডের মাসদাইর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী হিফজুল কোরআন একাডেমিতে নবম সবক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ডঃ আ ন ম রফিকুর রহমান মাদানী।
হিফজুল কুরআন একাডেমীর নবম সবক সম্পন্ন
মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ আহমেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার এইচ এম নাসির উদ্দিন। বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হালিম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মোঃ ইকবাল হোসেন, মোঃ অহিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদেরকে হিফজ ,নাজেরা, আমপারা ও কায়দা সবক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডক্টর আ ন ম রফিকুর রহমান মাদানী হুজুরকে এবং বিশেষ অতিথি এইচ এম নাসির উদ্দিনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।