সংবাদ শিরোনামঃ
শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বাংলার শিরোনাম
- আপডেটঃ ১০:৩০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 99
যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহান হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানার পুলিশ।
গ্রেফতারকৃত সোহান শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সোহান ঐ স্কুল ছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভনে তার নানা বাড়ি নিয়ে যায়। সেখানে মেয়েটিকে রাতে তার নানা বাড়িতে রেখে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে সোহান তার মামাতো বোনকে দিয়ে ঐ ছাত্রীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং শারিরীক পরীক্ষার জন্য ঐ তরুণীকে যশোরে পাঠানো হয়েছে।
রোববার রাতে শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে সোহানকে আটক করে।