ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিশিষ্টজনদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত “বাউফল সাংবাদিক ক্লাব” এর কমিটি ঘোষণা রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন কুয়াকাটায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুমকিতে গণধর্ষণের ঘটনায় অপর আসামি সিফাত মুন্সি গ্রেফতার স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে বরিশাল বিভাগে কলাপাড়া সেরা নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটঃ ০৮:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 421

ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে

পটুয়াখালীর বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়ে নিজের অর্থায়নে একের পর এক মানবিক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন।

এতেই নাকি তিনি তৃপ্তির স্বাদ পান বলে জানা গেছে। তাই একের পর এক আর্থসামাজিক উন্নয়নের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত।

এদিকে ইন্জিনিয়ার নওতাজ প্রায়ই গরীব অসহায় কৃষকদের সহায়তার স্বার্থে নগদ অর্থ সহ ২০ থেকে ২৫ কেজি করে সার দিয়ে আসছেন। আবার বাউফল ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস মেছের হাওলাদার বাড়ির দক্ষিণ পাশে মেইন রাস্তার ওপর কালভার্ট ভেঙে জনদূর্ভোগ চরম যখন পৌঁছে এবং গাড়িঘোড়া আসাযাওয়ায় প্রায়শই দূর্ঘটনার শিকার হয়।

যখন এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের কোনও লোকই ব্যবস্থা নিচ্ছেন না, তখনই ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে স্থানীয় লোকজন কে নিয়ে গিয়ে দেখে নিজের অর্থায়নে দ্রুত মেরামতের কাজ করে যাতায়াতের উপক্রম করে দেন। এদিকে আবার সেই মেছের হাওলাদার বাড়ির উওর পাশে জৈনপুরী হুজুরের খানকা মসজিদের পাশেই খালের ওপর আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। কেউ কোনও নিচ্ছেন না ব্যবস্থা।

এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ হুজুরের খানকা মসজিদের মুসুল্লিরা নামাজ আদায় করতে আসাযাওয়ায় চরম দুর্ভোগ ভোগান্তিতে দিনরাত যাপন করছেন।

কিন্তু স্থানীয় চেয়ারম্যান সহ সরকারের কোনও লোক বিষয়টি জেনেও যখন কোনও ব্যবস্থা নিচ্ছেন না তখনই বিষয়টি জেনে ইন্জিনিয়ার নওতাজ এসে হাজির ঘটনাস্থলে এবং স্থানীয়দের সাথে কথা বলে দ্রুত নিজের অর্থায়নে কাঠের ব্রিজ বানিয়ে দেন। যাতায়াত ব্যবস্থা হয় সচল।

এব্যাপারে স্থানীয় কাসেম আকন, নুরুল ইসলাম, সত্তার আকন, জাহিদ ও মিলন জানান, রাস্তার ওপর কালভার্টটি ভেঙে থাকায় প্রায়দিনই গাড়ির দূর্ঘটনা সহ মানুষ জনদের আসাযাওয়ায় চরমে পৌঁছে এবং আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। খুব দুর্ভোগ পোহাতে হয়েছে সবার। কিন্তু চেয়ারম্যান মেম্বার বিষয়টি জেনেও কোনও কাজ না করায় ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে দ্রুত নিজের অর্থায়নে মেরামত করে দেন। তিনি নওতাজ প্রায়ই দেখেছি গরীব অসহায় কৃষক সহ বিভিন্ন পেশার মানুষের কল্যাণে কাজ করতে। তার জন্য আমরা দোয়া করি সে যেন সবসময় আমাদের মাঝে থাকে।

ইন্জিনিয়ার খান মোঃ নওতাজ, বাউফল বেল্লাল জোমাদ্দারের এর নাতি। তিনি মাষ্টার পাওয়ার ইন্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক।

নিউজটি শেয়ার করুন

বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে

আপডেটঃ ০৮:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

পটুয়াখালীর বাউফলে জনদূর্ভোগ লাঘবে ইন্জিনিয়ার নওতাজ যখন মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়ে নিজের অর্থায়নে একের পর এক মানবিক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন।

এতেই নাকি তিনি তৃপ্তির স্বাদ পান বলে জানা গেছে। তাই একের পর এক আর্থসামাজিক উন্নয়নের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত।

এদিকে ইন্জিনিয়ার নওতাজ প্রায়ই গরীব অসহায় কৃষকদের সহায়তার স্বার্থে নগদ অর্থ সহ ২০ থেকে ২৫ কেজি করে সার দিয়ে আসছেন। আবার বাউফল ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস মেছের হাওলাদার বাড়ির দক্ষিণ পাশে মেইন রাস্তার ওপর কালভার্ট ভেঙে জনদূর্ভোগ চরম যখন পৌঁছে এবং গাড়িঘোড়া আসাযাওয়ায় প্রায়শই দূর্ঘটনার শিকার হয়।

যখন এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের কোনও লোকই ব্যবস্থা নিচ্ছেন না, তখনই ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে স্থানীয় লোকজন কে নিয়ে গিয়ে দেখে নিজের অর্থায়নে দ্রুত মেরামতের কাজ করে যাতায়াতের উপক্রম করে দেন। এদিকে আবার সেই মেছের হাওলাদার বাড়ির উওর পাশে জৈনপুরী হুজুরের খানকা মসজিদের পাশেই খালের ওপর আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। কেউ কোনও নিচ্ছেন না ব্যবস্থা।

এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ হুজুরের খানকা মসজিদের মুসুল্লিরা নামাজ আদায় করতে আসাযাওয়ায় চরম দুর্ভোগ ভোগান্তিতে দিনরাত যাপন করছেন।

কিন্তু স্থানীয় চেয়ারম্যান সহ সরকারের কোনও লোক বিষয়টি জেনেও যখন কোনও ব্যবস্থা নিচ্ছেন না তখনই বিষয়টি জেনে ইন্জিনিয়ার নওতাজ এসে হাজির ঘটনাস্থলে এবং স্থানীয়দের সাথে কথা বলে দ্রুত নিজের অর্থায়নে কাঠের ব্রিজ বানিয়ে দেন। যাতায়াত ব্যবস্থা হয় সচল।

এব্যাপারে স্থানীয় কাসেম আকন, নুরুল ইসলাম, সত্তার আকন, জাহিদ ও মিলন জানান, রাস্তার ওপর কালভার্টটি ভেঙে থাকায় প্রায়দিনই গাড়ির দূর্ঘটনা সহ মানুষ জনদের আসাযাওয়ায় চরমে পৌঁছে এবং আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। খুব দুর্ভোগ পোহাতে হয়েছে সবার। কিন্তু চেয়ারম্যান মেম্বার বিষয়টি জেনেও কোনও কাজ না করায় ইন্জিনিয়ার নওতাজ বিষয়টি জেনে দ্রুত নিজের অর্থায়নে মেরামত করে দেন। তিনি নওতাজ প্রায়ই দেখেছি গরীব অসহায় কৃষক সহ বিভিন্ন পেশার মানুষের কল্যাণে কাজ করতে। তার জন্য আমরা দোয়া করি সে যেন সবসময় আমাদের মাঝে থাকে।

ইন্জিনিয়ার খান মোঃ নওতাজ, বাউফল বেল্লাল জোমাদ্দারের এর নাতি। তিনি মাষ্টার পাওয়ার ইন্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক।